আন্তর্জাতিক ডেস্ক:
ভারত অধিকৃত কাশ্মীর ইস্যুতে সৃষ্ট সংকট নিরসনে পাকিস্তানকে পুরোপুরি সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার এর সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আহমেদ আল জুবায়ের এবং আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। বৈঠকে ভারত অধিকৃত কাশ্মীর নিয়ে সৃষ্ট সংকট নিরসনে উভয় দেশই পাকিস্তানকে পুরোপুরো সমর্থন দেবে বলে আশ্বস্ত করেছেন দুই মন্ত্রী।
সংযুক্ত আরব আমিরাত কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থনের কথা জানালেও সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব জায়েদে’ ভূষিত করেছে। ভারতীয় গণমাধ্যম দাবি করেছিল, মূলত দু’ দেশের মধ্যে পারস্পারিক সম্পর্ক ও বন্ধন আরও জোরদার করার উদ্দেশ্যেই মোদীকে এই সম্মাননা দেওয়া হয়।
ফলে, কাশ্মীর ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান সম্পর্কে ধোঁয়াশা রয়ে গেল।
এর আগে গত বুধবার দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে বৈঠক করেন সৌদি ও আমিরাতের দুই মন্ত্রী।
প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে দুই পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। কাশ্মীরে ভারতের অবৈধ পদক্ষেপ, আগ্রাসনমূলক নীতি এবং দৃষ্টিভঙ্গি ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব আছে বলেও মন্তব্য করেছিলেন তিনি।
গত ৫ আগস্ট ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়। এ সিদ্ধান্তের কারণে কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ বাতিল হয়ে যায়। পাকিস্তানের দাবি কাশ্মীর ইস্যুতে ভারতের একতরফা সিদ্ধান্ত অবৈধ। কারণ সিমলা চুক্তিতে বলা হয়েছে কাশ্মীর ইস্যু নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে সকল সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে, পাকিস্তান ভারতের সঙ্গে সব ধরণের বাণিজ্যিক সম্পর্ক বাতিল করেছে।