ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কিমের অসাধারণ চিঠি পেয়েছেন ট্রাম্প

অন্তর্জাতিক ডেস্কঃ

উত্তর কোরীয় নেতা কিম জং উনের কাছ থেকে চিঠি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক বার্তায় কিমের চিঠিকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেন তিনি। সম্প্রতি উত্তর কোরীয় নেতা যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি চাপ ও নিষেধাজ্ঞা অব্যাহত রাখে, তবে উত্তর কোরিয়া তাদের নীতি বদলাবে। এমন হুমকির পরই চিঠি পাওয়ার কথা নিশ্চিত করলেন ট্রাম্প।

কেবিনেট মিটিংয়ের সময় ট্রাম্প বলেন, ‘আমি কিম জং উনের কাছ থেকে অসাধারণ একটি চিঠি পেয়েছি। আমরা দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি। সম্ভবত আমরা আবারও সাক্ষাতে মিলিত হব। এশিয়ায় বড় যুদ্ধের আশঙ্কা থাকলেও তারা কেউ আলোচনায় বসে না বলেও মন্তব্য করেন ট্রাম্প।’

২০১৮ সালের জুন মাসে সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার চেয়ারম্যান কিম জং উন। সেই বৈঠকে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের ঘোষণা দেন কিম। এ ছাড়া কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি।

তবে বৈঠকের পরও চলতে থাকে চিরশত্রু দুই দেশের নেতাদের বাগযুদ্ধ। একদিকে উত্তর কোরিয়া ও মার্কিন য্ক্তুরাষ্ট্রের উচ্চপর্যায়ের বৈঠক চলে, অন্যদিকে একে অপরকে বিদ্ধ করে বক্তব্য দেন কিম ও ট্রাম্প। এ অবস্থায় দুই দেশের সর্বোচ্চ নেতার দ্বিতীয়বারের বৈঠক বিলম্বিত হচ্ছে। অনেক দিন ধরে কিমের সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় বৈঠক হওয়ার বিষয়ে জানা গেলেও তার কোনো অগ্রগতি চোখে পড়ছে না। নতুন বছরে বৈঠকের সময় জানা যেতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের দূরত্ব কমে এলেও তাদের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা তুলে নেয়নি ওয়াশিংটন। এ অবস্থায় সম্প্রতি উত্তর কোরীয় নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকলে এবং বাড়তি চাপ সৃষ্টি করা হলে পরমাণু নিরস্ত্রীকরণের নীতি থেকে সরে আসবে পিয়ংইয়ং।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঞ্ছারামপুরের ‘ডন’ খ্যাত এমপির ভাগিনা জনির জামিন।বিএনপির নেতাকর্মী সহ এলাকায় তোলপাড়! 

কিমের অসাধারণ চিঠি পেয়েছেন ট্রাম্প

আপডেট সময় ০২:১৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯
অন্তর্জাতিক ডেস্কঃ

উত্তর কোরীয় নেতা কিম জং উনের কাছ থেকে চিঠি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক বার্তায় কিমের চিঠিকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেন তিনি। সম্প্রতি উত্তর কোরীয় নেতা যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি চাপ ও নিষেধাজ্ঞা অব্যাহত রাখে, তবে উত্তর কোরিয়া তাদের নীতি বদলাবে। এমন হুমকির পরই চিঠি পাওয়ার কথা নিশ্চিত করলেন ট্রাম্প।

কেবিনেট মিটিংয়ের সময় ট্রাম্প বলেন, ‘আমি কিম জং উনের কাছ থেকে অসাধারণ একটি চিঠি পেয়েছি। আমরা দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি। সম্ভবত আমরা আবারও সাক্ষাতে মিলিত হব। এশিয়ায় বড় যুদ্ধের আশঙ্কা থাকলেও তারা কেউ আলোচনায় বসে না বলেও মন্তব্য করেন ট্রাম্প।’

২০১৮ সালের জুন মাসে সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার চেয়ারম্যান কিম জং উন। সেই বৈঠকে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের ঘোষণা দেন কিম। এ ছাড়া কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি।

তবে বৈঠকের পরও চলতে থাকে চিরশত্রু দুই দেশের নেতাদের বাগযুদ্ধ। একদিকে উত্তর কোরিয়া ও মার্কিন য্ক্তুরাষ্ট্রের উচ্চপর্যায়ের বৈঠক চলে, অন্যদিকে একে অপরকে বিদ্ধ করে বক্তব্য দেন কিম ও ট্রাম্প। এ অবস্থায় দুই দেশের সর্বোচ্চ নেতার দ্বিতীয়বারের বৈঠক বিলম্বিত হচ্ছে। অনেক দিন ধরে কিমের সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় বৈঠক হওয়ার বিষয়ে জানা গেলেও তার কোনো অগ্রগতি চোখে পড়ছে না। নতুন বছরে বৈঠকের সময় জানা যেতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের দূরত্ব কমে এলেও তাদের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা তুলে নেয়নি ওয়াশিংটন। এ অবস্থায় সম্প্রতি উত্তর কোরীয় নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকলে এবং বাড়তি চাপ সৃষ্টি করা হলে পরমাণু নিরস্ত্রীকরণের নীতি থেকে সরে আসবে পিয়ংইয়ং।