কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় একটি রিভলবার, চার রাউন্ড গুলি ও মাদকদ্রব্যসহ একাধিক মামলার এক আসামিকে আটক করেছে বিজিবি। বুধবার বিশেষ অভিযান চালিয়ে জেলার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত পিলার ২১২০/৯-এস’র ২০০ গজ বাংলাদেশের ভেতরের দক্ষিণ কাইছুটি নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
আটক মানিক নামে ওই আসামির বাড়ি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া গ্রামে। অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য জব্দ করার পর তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার বিকেলে এক পেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম ফজলে রাব্বি তথ্যটি নিশ্চিত করেন।
এদিকে অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২৫ বোতল মদ, ২ হাজার ৪৫০টি বিভিন্ন প্রকার বাজী এবং ২ হাজার জনসন ক্রিমের বোতল মালিকবিহীন অবস্থায় আটক করা হয় বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।