শাহীন মীর্জা, কুমিল্লা থেকে
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ডুমুরিয়া চানপুরস্থ অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপির প্রতিষ্ঠিত তাজ রওশন উচ্চ বিদ্যালয়ের প্রথমিক শাখায় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল আলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, কবিতা আবৃতি, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি শাহীন মীর্জা, দীপ্ত টিভির কুমিল্লা প্রতিনিধি শাকিল মোল্লা, যুগান্তর পত্রিকার প্রতিনিধি শাহ আলম শফি, ইটালি প্রবাসী সামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা নান্নু চৌধুরী, আইয়ূব আলী মেম্বার, যুব নেতা আব্দুল কুদ্দুস, শাহ আলম মাষ্টার, শাসছুল আলম মাষ্টার, কাজমির, পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।