বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে ‘অপারেশন স্ট্রাইক আউট’ অভিযানে কোনো জঙ্গির খোঁজ পাওয়া যায় নি। তবে কোটবাড়ীর দক্ষিণ বাগমারার ওই তিনতলা বাড়ির ভেতরে বোমা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
আজ শুক্রবার বেলা সোয়া ১১টা থেকে এ অভিযান শুরু হয়।
চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম জানান, এখানে জঙ্গি নেই। তবে ব্যাগে বোমা পাওয়া গেছে। আজ সন্ধ্যায় বিস্তারিত ব্রিফিংয়ে জানানো হবে। বিকাল সাড়ে চারটার দিকে এই তথ্য জানান তিনি।
তিনি আরো জানান, ‘অপারেশন স্ট্রাইক আউট’- এ অংশ নেয় কাউন্টার টেরোরিজম ইউনিট, যৌথ বাহিনী। তাদের সঙ্গে যোগ দিয়েছেন র্যাব-১১ সদস্যরা।
এর আগে শুক্রবার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলের পাশের প্রায় ২ কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।