জাতীয় ডেস্কঃ
কুমিল্লার হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন ৪ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
এর আগে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চারবার পেছানো হয়। নিম্ন আদালতের এ সময়ক্ষেপণের বিষয়টি তুলে ধরে হাইকোর্টে জামিন চান বেগম জিয়া। আবেদনের পক্ষে এজে মোহাম্মদ আলী ও কায়সার কামাল শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেন বলে জানান কায়সার কামাল।