ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার ২০ রুটে পরিবহন ধর্মঘট, সীমাহীন দুর্ভোগ

স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ
সারাদেশের মতো কুমিল্লা জেলার সঙ্গে রাজধানী ঢাকা, সিলেট, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রামসহ অন্তত ২০ রুটের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগের শিকার হতে হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে কুমিল্লা জেলার সহস্রাধিক বাস শ্রমিক ট্রার্মিনাল অবরোধ করে পরিবহন ধর্মঘট শুরু করে। ধর্মঘটের কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-মানিকগঞ্জ মহাসড়কে জোকা এলাকায় চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এই রায় প্রত্যাহার দাবি করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সারাদেশে পরিবহন ধর্মঘটের সাথে আমরা একাত্মবদ্ধ হয়ে আন্দোলন করছি।
কুমিল্লা জেলা বাস পরিবহনের শ্রমিক আবদুর রশিদ ও মনির হোসেন বলেন, আমাদের নিরীহ শ্রমিকের উপরে যে সাজা দিয়েছে তা প্রত্যাহার করা না হলে আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে ঢাকাগামী যাত্রী হুমায়ুন কবির, জালাল উদ্দিনসহ অন্যান্য যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, পূর্ব ঘোষণা ছাড়া বাস পরিবহন শ্রমিকরা ধর্মঘটের ডাক দেয়ায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে। কুমিল্লা জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সহিদুর রহমান জানান, বাস শ্রমিকরা তাদের দাবি আদায়ে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মবিরতি পালন করছে, এখানে আমাদের করার কিছুই নেই।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

কুমিল্লার ২০ রুটে পরিবহন ধর্মঘট, সীমাহীন দুর্ভোগ

আপডেট সময় ০২:৪৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭
স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ
সারাদেশের মতো কুমিল্লা জেলার সঙ্গে রাজধানী ঢাকা, সিলেট, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রামসহ অন্তত ২০ রুটের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগের শিকার হতে হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে কুমিল্লা জেলার সহস্রাধিক বাস শ্রমিক ট্রার্মিনাল অবরোধ করে পরিবহন ধর্মঘট শুরু করে। ধর্মঘটের কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-মানিকগঞ্জ মহাসড়কে জোকা এলাকায় চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এই রায় প্রত্যাহার দাবি করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সারাদেশে পরিবহন ধর্মঘটের সাথে আমরা একাত্মবদ্ধ হয়ে আন্দোলন করছি।
কুমিল্লা জেলা বাস পরিবহনের শ্রমিক আবদুর রশিদ ও মনির হোসেন বলেন, আমাদের নিরীহ শ্রমিকের উপরে যে সাজা দিয়েছে তা প্রত্যাহার করা না হলে আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে ঢাকাগামী যাত্রী হুমায়ুন কবির, জালাল উদ্দিনসহ অন্যান্য যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, পূর্ব ঘোষণা ছাড়া বাস পরিবহন শ্রমিকরা ধর্মঘটের ডাক দেয়ায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে। কুমিল্লা জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সহিদুর রহমান জানান, বাস শ্রমিকরা তাদের দাবি আদায়ে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মবিরতি পালন করছে, এখানে আমাদের করার কিছুই নেই।