স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ
কুমিল্লায় অস্ত্রসহ রাজু (২৪) ও সুজন মিয়া (২৩) নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার জেলার আদর্শ সদর উপজেলার চম্পকনগর এলাকা থেকে র্যাব তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রাজু আদর্শ সদর উপজেলার ধর্মপুর গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে এবং সুজন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নোয়াপাড়া গ্রামের আলম মিয়ার ছেলে। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, রাজু ও সুজন মিয়া জেলার আদর্শ সদর উপজেলার চম্পকনগর গ্রামের জনৈক ফারুক হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। গোপন সূত্রের ভিত্তিতে কুমিল্লাস্ত র্যাব-১১ সিপিসি-২ এর একটি দল বুধবার ভোর রাতে ওই বাড়িতে অভিযান চালায়।
এসময় একটি এলজি, একটি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজসহ র্যাব সদস্যরা তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, গ্রেফতারকৃতরা অস্ত্র ব্যবসাসহ স্থানীয় এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।