কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। নগরীর বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার সন্ধ্যায় র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক তালুকদার নাজমুছ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সংঘবদ্ধ ডাকাত চক্রের দুই সদস্য প্রথমে হকার সেজে মার্কেটের আশপাশে অবস্থান নেয়। পরে সুযোগ বুঝে তারা মোবাইল ও বিকাশের দোকানে ডাকাতি করে। এর আগে আশুলিয়ার নবীনগরের একটি মার্কেটে ডাকাতির কথা স্বীকার করেছে তারা।
অন্যদিকে চালবোঝাই ট্রাক ডাকাতির সময় একটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে মহাসড়কের বুড়িচং উপজেলার কাবিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।