স্টাফ রির্টার, কুমিল্লাঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ ৮ডাকাতকে গ্রেফতার করেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে ডিবির এসআই মো. শাহ কামাল আকন্দ ও এসআই সহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল মহাসড়কে টহলকালে জেলার বুড়িচং উপজেলার কাবিলা বাজারের অদূরে মনশাসন এলাকায় ১০-১২জনের সশস্ত্র ডাকাত দল মাইক্রোবাস ও ট্রাক নিয়ে যানবাহনে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় ডিবি পুলিশ তাদের ধাওয়া করে ১টি পিস্তল ও দেশিয় ধারালো চাপাতি ও ডাকাতির কাজে ব্যবহৃত কিছু রডের টুকরাসহ আন্ত:জেলা ৮ডাকাতকে গ্রেফতার করে।
এসময় ডাকাতদের ব্যবহৃত ২টি গাড়ি জব্দ করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছেন- ভোলার ভুট্টো (৩৫), আলম (২৮), নারায়ণগঞ্জের সেলিম (২৮), আবুল কাসেম (৩০), কবির (৩৪), বরিশালের সেলিম (২৪), মুন্সীগঞ্জের আলম (২২) ও জামালপুরের মিলন (২৩)। এ ঘটনায় ডিবির এসআই সহিদুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে বুড়িচং থানায় মামলা দায়ের করেছেন।
ডিবির ওসি একেএম মনজুর আলম জানান, গ্রেফতারকৃত ডাকাতরা দীর্ঘদিন ধরে মহাসড়কে রড ফেলে যানবাহনে ডাকাতি করে আসছিল, তাদের জিজ্ঞাসাবাদে ডাকাতির বিষয়ে অনেক তথ্য পাওয়া গেছে।