কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় আরও একজন করোনায় আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার নতুন এই ব্যক্তিসহ কুমিল্লায় মোট আক্রান্তের সংখ্যা ৩৬ জনে পৌঁছেছে। এরমধ্যে একজন মৃত্যুবরণ করেছে।
নতুন আক্রান্ত ব্যক্তি জেলার বরুড়া উপজেলায়। তিনি গত কয়েকদিন পূর্বে নারায়ণগঞ্জ থেকে এসেছেন।
কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন জানান, মঙ্গলবার কুমিল্লার মোট ৪৪টি রিপোর্ট এসেছে। এর মধ্যে একটি রিপোর্ট পজিটিভ এসেছে। এটি বরুড়া উপজেলায়। এ নিয়ে বরুড়ায় মোট আক্রান্তের সংখ্যা দুইজন।
সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা জেলায় (২১ এপ্রিল পর্যন্ত) করোনায় আক্রান্তের সংখ্যা ৩৬জন । জেলার ১৭টি উপজেলার ১২টি তে করো’না ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
তিতাস-৮, দাউদকান্দি-৮, বুড়িচং-৭, চান্দিনা-৪, দেবিদ্বার-১, ব্রাহ্মণপাড়া-১, সদর দক্ষিণ-১, বরুড়া-২, চৌদ্দগ্রাম-১, লাকসাম-১ ও হোমনা-১, মেঘনা-১।
একজন ব্যক্তি করোনা আ’ক্রান্ত হলে পরবর্তীতে ২ থেকে ৪টি পরীক্ষার মাধ্যমে তার সর্বশেষ অবস্থা নির্ণয় করা হয়। তিতাসের বিরামকান্দির জালাল উদ্দিনের ইতিমধ্যে ১টি রিপোর্ট নেগেটিভ এসেছে।