কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
ভারতের ত্রিপুরা হতে কুমিল্লায় অতিরিক্ত ৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বেলা সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এর উদ্বোধন করেন।
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সিংয়ে কুমিল্লা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ছাড়াও জেলা ও বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাগণসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরের ২৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মি. নরেন্দ্রমোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ-ভারত দ্বিতীয় গ্রিড আন্তঃসংযোগ এবং ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। এ নিয়ে ত্রিপুরা হতে কুমিল্লায় নতুন ৬০ মেগাওয়াটসহ মোট ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে।