দেলোয়ার হোসেন, স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢুলিপাড়া এলাকার রমিজ মিয়ার মার্কেটের পেছনের ফসলি জমি থেকে আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে আদর্শ সদর উপজেলার মোস্তাফাপুরের আহমদ আলীর পুত্র আব্দুল গণি (৫৫) এর লাশ উদ্ধার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে থানার মামলার প্রস্তুতি চলছে।