মো: নাজিম উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ
রোজ রবিবার, ১৯ এপ্রিল ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম)ঃ
কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পিকআপটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
শনিবার দিবাগত রাত ২টায় চান্দিনা উপজেলায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল মো: শাহাদাত হোসেন, মো: শাহজাহান ও মো: মানিক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে যায়। পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে এসেছে।
আহত মো: শাহজাহান জানান, তারা মহাসড়কের কুমিল্লার অংশে টহল দিচ্ছিলেন। এ সময় খাদঘর এলাকায় পেছন থেকে একটি কাভার্ডভ্যান বেপরোয়া গতিতে এসে তাদের পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে একজন পিকআপ থেকে ছিটকে নিচে পড়ে যান আর অন্য দু’জন আঘাত পান।
চান্দিনা থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, ‘আমরা কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে এসেছি, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’