ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে কাভার ভ্যান বোঝাই ২৫ বস্তা ভারতীয় শাড়ী-থ্রী পিছ জব্দ

মুরাদনগর বার্তা ডেস্কঃ

কুমিল্লা মুরাদনগর উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে কাভার ভ্যান বোঝাই প্রায় ২৫টি বস্তায় থাকা ভারতীয় শাড়ী-থ্রী পীছ জব্দ করা হয়েছে। এ সময় ১টি কাভার ভ্যানসহ ৩ জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, ঢাকার বাড্ডা থানার জিপি গ-৪ উত্তর বাড্ডার মৃত মোফাজ্জল হক খানের ছেলে লিটন খান (৩৬), কুমিল্লা জেলার বরুরা থানার বিল পুকুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে  আতিকুর রহমান (২৬), ও ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার শুভাড্ডা  গ্রামের চান বাদশার ছেলে শাহীন মিয়া (২৩)।

শনিবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের সিএমবি ব্রীজের পাশের এলাকায় অভিযান চালিয়ে মালামালসহ আটক করে।

জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে অবৈধ মালের একটি চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই জাহাঙ্গীর আলম, বিল্লাল হোসেন ও এ এসআই মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি কাভার ভ্যান (ঢাকা মেট্্েরা: ট-১৩-২৯৩৮) আটক করে তল্লাসী চালিয়ে গাড়ি বোঝাই প্রায় ২৫ বস্থার বিপুল পরিমান ভারতীয় শাড়ী-থ্রী পিছ জব্দ করে। ২৫টি বস্তায় প্রায় ৫ হাজার পিছের শাড়ী-থ্রী পিচ রয়েছে। জব্দকৃত শাড়ি-থ্রী পিচের মূল্য প্রায় দু’কোটি টাকা।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, পুলিশএশটি কাভার ভ্যান থেকে ভারতিয় ১১৭০ পিছ শাড়ী, ২৪০ পিছ থ্রী পিচ ও ৪০ পিছ লেহেঙ্গা জব্দ করেছে। এসময় গাড়িটিসহ ৩জনকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মুরাদনগর থানায় রবিবার সকালে মামলা হয়েছে। যার মামলা নং-২১। আটককৃতদের রবিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কায়কোবাদকে জড়িয়ে আসিফ মাহমুদের মিথ্যাচারের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল

মুরাদনগরে কাভার ভ্যান বোঝাই ২৫ বস্তা ভারতীয় শাড়ী-থ্রী পিছ জব্দ

আপডেট সময় ০৩:০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০১৭
মুরাদনগর বার্তা ডেস্কঃ

কুমিল্লা মুরাদনগর উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে কাভার ভ্যান বোঝাই প্রায় ২৫টি বস্তায় থাকা ভারতীয় শাড়ী-থ্রী পীছ জব্দ করা হয়েছে। এ সময় ১টি কাভার ভ্যানসহ ৩ জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, ঢাকার বাড্ডা থানার জিপি গ-৪ উত্তর বাড্ডার মৃত মোফাজ্জল হক খানের ছেলে লিটন খান (৩৬), কুমিল্লা জেলার বরুরা থানার বিল পুকুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে  আতিকুর রহমান (২৬), ও ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার শুভাড্ডা  গ্রামের চান বাদশার ছেলে শাহীন মিয়া (২৩)।

শনিবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের সিএমবি ব্রীজের পাশের এলাকায় অভিযান চালিয়ে মালামালসহ আটক করে।

জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে অবৈধ মালের একটি চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই জাহাঙ্গীর আলম, বিল্লাল হোসেন ও এ এসআই মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি কাভার ভ্যান (ঢাকা মেট্্েরা: ট-১৩-২৯৩৮) আটক করে তল্লাসী চালিয়ে গাড়ি বোঝাই প্রায় ২৫ বস্থার বিপুল পরিমান ভারতীয় শাড়ী-থ্রী পিছ জব্দ করে। ২৫টি বস্তায় প্রায় ৫ হাজার পিছের শাড়ী-থ্রী পিচ রয়েছে। জব্দকৃত শাড়ি-থ্রী পিচের মূল্য প্রায় দু’কোটি টাকা।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, পুলিশএশটি কাভার ভ্যান থেকে ভারতিয় ১১৭০ পিছ শাড়ী, ২৪০ পিছ থ্রী পিচ ও ৪০ পিছ লেহেঙ্গা জব্দ করেছে। এসময় গাড়িটিসহ ৩জনকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মুরাদনগর থানায় রবিবার সকালে মামলা হয়েছে। যার মামলা নং-২১। আটককৃতদের রবিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।