কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামে চুরির ঘটনায় সাক্ষী দেওয়ায় ইব্রাহীম (১৩) নামের এক কিশোরকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার এ ঘটনা ঘটে।
অভিযুক্ত হৃদয় ও তার সহযোগী সুকুর আলী পলাতক।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের প্রবাসী কামরুল ইসলামের ছেলে হৃদয় (২৫) গত ১৯ অক্টোবর রাত ১০টার দিকে একটি প্রজেক্ট থেকে দুইটি ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়ার সময় একই গ্রামের সেলিম মিয়ার ছেলে ইব্রাহীম তা দেখে ফেলে। এ সময় বিষয়টি কাউকে না বলার জন্য হৃদয় ও তার সহযোগী সুকুর আলী ইব্রাহীমকে সাবধান করে।
এদিকে, চুরির বিষয়টি জানাজানি হলে গত সোমবার কামরুল ইসলামের ছেলে হৃদয় কিশোর ইব্রাহীমের হাত-পা বেঁধে হকিস্টিক দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইব্রাহীমের পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে ইব্রাহীমের মা বাদী হয়ে বরুড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে বরুড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, “আমরা অভিযোগ পেয়ে উপজেলার ওড্ডা গ্রামে তদন্ত করতে গিয়েছিলাম। বর্তমানে অভিযুক্ত হৃদয় ও তার সহযোগী সুকুর আলী পলাতক। তাদেরকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
তদন্ত সাপেক্ষে আইনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। “