কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ৩ নারীসহ ৬ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ নগরীর বিভিন্ন মাদক আস্তানায় অভিযান চালিয়ে এসব মাদক বিক্রেতাকে আটক করে। পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
আটক ও সাজাপ্রাপ্ত মাদক বিক্রেতারা হলো নগরীর শাসনগাছা এলাকার কামাল হোসেনের স্ত্রী পাখি বেগম (৩৫), একই এলাকার মৃত নূর মিয়ার পুত্র লিটন মিয়ান (৪০), রেনু মিয়ার পুত্র সেলিম (৩৮), মনির হোসেনের স্ত্রী আসমা বেগম (৪০), মজিদ কমিশানের পুত্র সাইদ (৩৮) এবং মৃত সহিদ মিয়ার স্ত্রী আরাধন বেগম (৫৫)।
নগরজুড়ে বিশেষ অভিযান ও মাদকবিক্রেতাদের আটকের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সালাম মিয়া বলেন, অভিযানে আটক এসব মাদক বিক্রেতার নামে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা নিজ নিজ এলাকায় মাদক বিক্রি করে আসছে। আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়ার পর কারাগারে প্রেরণ করা হয় বলে জানান তিনি।