কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা নগরীর ভাটপাড়া এলাকার আলোচিত তুহিন নেওয়াজ হত্যা মামলার আসামি বাবুল ওরফে চোরা বাবুলকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যা, মাদক, ডাকাতি, দ্রুত বিচার ও নারী-শিশু নির্যাতন আইনসহ বিভিন্ন অপরাধের ডজনাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। ঘাতক বাবুল ভাটপাড়া এলাকার মৃত বশির উল্লাহ ওরফে বাচ্চু মিয়ার ছেলে।
এ ঘটনায় তুহিনের বড় ভাই শাহেনেওয়াজ বাদী হয়ে বাবুল ও তার বড় ভাই মাইনুদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করে ১ এপ্রিল কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ মাইনুদ্দিনকে গ্রেফতার করে। এদিকে তুহিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল রাত পৌনে ১২টার দিকে মারা যান। পরে পুলিশ সুপারের নির্দেশে মামলাটি ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই নন্দন সাহা জানান, ‘তুহিন নেওয়াজ হত্যা মামলার প্রধান আসামি বাবুলকে শনিবার গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক, ইভটিজিং, চুরি, ডাকাতি, দ্রুত বিচার এবং নারী ও শিশু নির্যাতনসহ নানা অপরাধে জেলার চান্দিনা, দেবিদ্বার ও কোতয়ালী মডেল থানায় মামলা রয়েছে’।