কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লায় পিকআপভর্তি দুই মণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক পুলিশ। জেলার বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় বুধবার বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান চালায়। আটককৃতদের বিকালে জেলহাজতে প্রেরণ করা হয়।
জানা যায়, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই মাইন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার সকালে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ওই উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার এলাকায় একটি পিকআপ আটক করে। পরে এতে তল্লাশি চালিয়ে মাছের ড্রামের নিচে বিশেষ কায়দায় লুকানো দুই মণ (৮০ কেজি) গাঁজা উদ্ধার করে এবং তিনজনকে আটক করে।
আটককৃতরা হচ্ছেন- ময়মনসিংহ সদরের আলালপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (২১), নেত্রকোনা সদরের মগাতি গ্রামের মৃত বিকারী রবি দাসের ছেলে সন্তোষ রবি দাস (৩০) ও কুমিল্লার বুড়িচং উপজেলার পাইকোটা গ্রামের মৃত ছগির আহাম্মদের ছেলে রেজাউল করিম (২৪)।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবু ইউসুফ ফসিউজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।