কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় নারী প্রার্থীর পক্ষে বোরখা পরে নেচে-গেয়ে ভোট চেয়েছে পুরুষেরা। রবিবার (১৪ নভেম্বর) জেলার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নে ব্যতিক্রমী এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই নারী প্রার্থী উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী প্রার্থী মোসা. পুতুল বেগম। তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর জেলার বরুড়া উপজেলার ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। ফেসবুকে ভাইরাল হওয়া ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন পুরুষ বোরখা পরে গানের তালে তালে নেচে গেয়ে পুতুল বেগমের পক্ষে ভোট চাইছেন। আর তাদের মিছিলের নেতৃত্ব দিচ্ছেন প্রার্থী পুতুল বেগম।
এ বিষয়ে সোমবার (১৫ নভেম্বর) বিকেলে পুতুল বেগম সাংবাদিকদের বলেন, নির্বাচনে তিনি সূর্যমুখী ফুল প্রতীক পেয়েছেন। বিজয়ী হতে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এতে এলাকার নানা শ্রেণিপেশার কর্মী-সমর্থকেরা তার পক্ষে নির্বাচনী মাঠে ভোটারদের আকৃষ্ট করতে নানাভাবে ভোট চাইছেন। এরই অংশ হিসেবে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল বের করেন। প্রচারণায় পুরুষদের
বোরখা পরার বিষয়ে পুতুল বেগম বলেন, ‘এটা গ্রাম, তাই বোরখা পরে তো আর মেয়েরা প্রচারণায় নাচবে না। এটা মেয়েদের জন্য লজ্জারও। তাই পুরুষদের দিয়ে বোরখা ড্যান্স করানো হলো। এটা যেমন আনন্দের, তেমনি আকর্ষণীয়। সবাই খুব মজা পেয়েছে, আনন্দ-ফুর্তি করেছে। এতে সমস্যার তো কিছুই দেখছি না, আইনেরও কোনো ব্যত্যয় ঘটেনি।’ তবে ভোটের মাঠে এমন প্রচারণার এমন ভিন্নতায় নেটিজেনরা নেতিবাচক মন্তব্য করে যাচ্ছেন।
এ বিষয়ে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, ডিডিওটি দেখিনি। তবে ওই নারী প্রার্থীর মাথায় নির্বাচনী প্রচারণার এমন ব্যতিক্রমী ধারণা কেন আসলো? তা তিনি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।