কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় পাচারকালে ১৬টি ‘সুন্ধি কাছিম’ জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। বুধবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরঝুলি এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল এগুলো জব্দ করে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এসব কাছিম জেলা বন বিভাগের সহায়তায় গোমতী নদীতে অবমুক্ত করা হয়েছে। জেলা ডিবির ওসি রাজেশ বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিবির ওসি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আদর্শ সদর উপজেলার জাগুরঝুলি এলাকায় একটি যাত্রীবাহী বাসে করে বিরল প্রজাতির কাছিম পাচার করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মহাসড়কের পাশের একটি হোটেলের সামনে চট্টগ্রাম থেকে গোপালগঞ্জগামী জিএস ট্রাভেলস এর একটি বাসে তল্লাশি চালিয়ে বস্তায় ভর্তি ১৬টি কাছিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাছিমগুলো বৃহস্পতিবার বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, উদ্ধারকৃত কাছিমগুলো ‘সুন্ধি কাছিম’। এ প্রজাতির কাছিম বিলুপ্তপ্রায়। বিভিন্ন কারণে পাচারকারীরা এসব কাছিম পাচার করছে। উদ্ধারকৃত কাছিমগুলো গোমতী নদীতে অবমুক্ত করা হয়েছে।