কুমিল্লা প্রতিনিধিঃ
পুলিশের দাবি, এ সময় তাদের ৪ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি সুইস গিয়ার ছুরি ও ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তোফায়েল নগরীর দক্ষিণ চর্থা এলাকার নোমান ওরফে সবুজের ছেলে।
সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে নগরীর রাজাপাড়া দক্ষিণ চৌমুহনী মোড়ে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী তোফায়েল ও তার সহযোগীরা পুলিশের উপর গুলি চালায়। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ী তোফায়েল গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বন্দুকযুদ্ধে পুলিশের ৪ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি সুইস গিয়ার ছুরি ও ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তোফায়েল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ৬টির অধিক মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।