বিশেষ প্রতিনিধিঃ
আদালত সূত্রে জানা যায়, জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের লতিব শিকদার গ্রামের মৃত পেয়ার আহমেদের ছেলে শামসুল হুদা ওরফে শামসু সিঙ্গাপুরে আসা-যাওয়া করে ব্যবসা-বাণিজ্য করতেন। তাঁর স্ত্রী মমতাজ আক্তার কলিকে নিয়ে কুমিল্লা মহানগরীর দক্ষিণ চর্থার একটি বাসায় ভাড়া থাকতেন। ২০১৩ সালের ১০ ডিসেম্বর শামসু সিঙ্গাপুর থেকে দেশে ফিরে ওই বাসায় ওঠেন। এর দুদিন পর ১২ ডিসেম্বর দুপুরের দিকে বাসার বাইরে গিয়ে তিনি আর ফিরে আসেননি। এরপর তাকে অপহরণ করা হয়েছে এমন খবর দিয়ে একাধিক বিকাশ নাম্বার দিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। এরপর অপহরণকারীরা আরও মুক্তিপণ দাবি করে আদায়ে ব্যর্থ হয়ে তাকে হত্যা করে লাশ নগরীর হাউজিং এস্টেট এলাকার ৪নং সেকশনের একটি বাসায় লুকিয়ে রাখে। এদিকে ওই প্রবাসী শাসমুর কোন খোঁজখবর না পেয়ে রহিমা বেগম বাদী হয়ে ১৩ ডিসেম্বর কোতয়ালী মডেল থানায় জিডি করেন। পরে তার ভাই জসিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।