কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় পিতা হত্যাকারী রিমন আহম্মেদ (১৫) কে ঢাকার ডেমরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, কুমিল্লা বরুড়ার চিতড্ডার মুড়িযারা গ্রামে গত ৭ আগস্ট জুলহাস মোল্লা (৪০) ও স্ত্রী রুপা আক্তার (৩৮) পারিবারিক কলহ নিবারণে ব্যর্থ হয়ে তাদেরই সন্তান রিমন আহম্মেদ (১৫) পিতার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহতকে স্থানীয়রা চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেলে নিয়ে যায়। চিকিৎসারত অবস্থায় ১২ আগস্ট মৃত্যুবরণ করেন। এ নিয়ে নিহতের ভাই আবুল কালাম আজাদ বরুড়া থানায় একটি মামলা করে।
পরবর্তীতে মামলাটি তদন্তে বরুড়া থানার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল মজিদ ঢাকার ডেমরা হতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত রিমন আহম্মেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তিতে হত্যাকায় ব্যবহৃত ছুড়ি উদ্ধার করে এবং ১ সেপ্টেম্বর রিমনকে বিচারিক আদালতে সোর্পদ করা হয়।