কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ হুমায়ন কবির সুমন (৩২) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার সকালে জেলার নাঙ্গলকোটে উপজেলার কোকালী গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর বিকেলে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।
সুমন কোকালী গ্রামের হাবিব উল্লাহার ছেলে।
র্যাব ১১ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মো. আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোটের কোকালী গ্রামে অভিযান চালিয়ে হুমায়ন কবির সুমনকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা বিমানবন্দর থানায় একটি অপহরণ মামলা ও লাঙ্গলকোট থানায় একটি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় নাঙ্গলকোট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান তিনি।