কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে জেলার বুড়িচং উপজেলার দেবপুর ও ছয়গ্রাম বাজার এলাকায় বুড়িচং থানা পুলিশ এ পৃথক অভিযান চালায়।
জানা যায়, মাদকের একটি বড় চালান যাচ্ছে- গোপন সূত্রে এমন খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের দেবপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালায়। এসময় ৮ হাজার ২৭৮ পিস ইয়াবাসহ বাসের যাত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত কিসলু মিয়ার ছেলে মোঃ সালেককে (২৮) আটক করা হয়।
পৃথক অভিযানে থানা পুলিশের অপর একটি দল ওই উপজেলার ছয়গ্রাম বাজার থেকে ২০ কেজি গাঁজাসহ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দক্ষিণ জালিয়াপাড়া গ্রামের আলমের ছেলে রফিক (১৮), একই এলাকার সামছুল হকের ছেলে এনায়েত হোসেনকে (১৮) আটক করা হয়। বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিকালে মাদক আইনে পৃথক ২টি মামলা হয়েছে।