মো: মাসুদ রানা, স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ
কুমিল্লা মহানগরীর টিক্কারচর ব্রিজ এলাকা থেকে এক ভাঙ্গারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত হারুন মিয়া (৩৬) কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। হারুন মিয়া মহানগরীর সুজানগরে ভাড়া বাসায় থেকে ওই এলাকায় ভাঙ্গারি ব্যবসা করতেন।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, হারুন মিয়ার কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা রয়েছে।