স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ
কুমিল্লার বরুড়ায় আক্তার হোসেন (৩০) নামে একাধিক মাদক মামলার আসামির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লগ্নসার এলাকা থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। আক্তার হোসেন উপজেলার আগানগর ইউনিয়নের শরাবতি গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। সে বরুড়া উপজেলার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
বরুড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার ভোরে লগ্নসার এলাকায় সড়কের পাশ থেকে আক্তার হোসেনের লাশ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে ৪টি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।