কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার মনিপুর গ্রামের একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। অনেক পুরনো এ শেলটি মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে বলে ধারণা পুলিশের।
রবিবার দুপুরে ওই গ্রামের কামাল গাজী বাড়ির সামাদ মিয়ার মালিকানাধীন পুকুর থেকে শেলটি উদ্ধার করা হয়।
দেবপুর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন জানান, রবিবার দুপুরে শিশুরা গোসল করার সময় লোহা জাতীয় বস্তুটি দেখে। এসময় স্থানীয় গ্রামবাসী এসে শেল জাতীয় বস্তু নিশ্চিত হয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়িতে খবর দেয়। এটা একটি অবিস্ফোরিত মর্টার শেল। মুক্তিযুদ্ধের সময় এটার ব্যবহার হতে পারে।
তিনি আরো বলেন, ময়নামতি সেনানিবাসের বিস্ফোরক ইউনিটে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।