কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় জামায়াতের মিছিল থেকে ছাত্রশিবিরের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার নগরীর রাণীর বাজার এলাকা থেকে কোতয়ালী মডেল থানা পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সভাপতি হাবিবুর রহমান মজুমদার (২৮), সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম শাহাদাত (২৭) ও একজন কর্মী।
কুমিল্লা মহানগর জামায়াতের প্রচার সম্পাদক কামারুজ্জামান সোহেল জানান, জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মজিবুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা মহানগর জামায়াতের উদ্যোগে মিছিল বের করা হয়। ওই মিছিল শেষে ফেরার পথে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সালাহউদ্দিন।