কুমিল্লা:
সন্ত্রাসী হামলায় আহত হয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ইউপি সদস্য খলিলুর রহমান মারা গেছেন। হামলার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন এই ইউপি সদস্য। সোমবার নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা।
পুলিশ জানায়, জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজারে দোকানের ভাড়া ও বিদ্যুৎ বিল আদায়কে কেন্দ্র করে সংঘবদ্ধ ভাড়াটিয়ারা গত (৬ মে) রাতে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমানকে (খলিল খান) কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে সে মারা যায়।
সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানান, এ ঘটনায় নিহতের ভাই জলিল খান বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।