ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকে অব্যাহতি

কুমিল্লা প্রতিনিধিঃ

মাদকদ্রব্যসহ পুলিশের হাতে গ্রেফতার হওয়া কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নের আওয়ামী সেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক মো. আরিফুল হাসান খান বাপ্পীর স্বাক্ষরে শুক্রবার (৪ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অব্যাহতি দেওয়া হয়। 

তারা হলেন- মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ওরফে সুমন, সংগঠনের উত্তর হাওলা ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হালিম ওরফে অভি, যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন ও সদস্য মো. শামীম। 

তাদের অব্যাহতির সংক্রান্ত প্রেসবিজ্ঞপ্তিটি আজ শনিবার (৫ মার্চ) সাংবাদিকদের পাঠানো হয়। 

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক মো. আরিফুল হাসান খান বাপ্পী জানান, গত বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে মাদক দ্রব্যাদি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর (জেলা ডিবি পুলিশ) হাতে ওই চারজন নেতাকর্মী গ্রেফতার হন। তাই সংগঠনের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে তাদেরকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন আহমেদ পাপ্পু বলেন, মাদকদ্রব্যসহ গ্রেফতার ওই চারজনের নৈতিকস্খলনের বিষয়টি প্রাথমিকভাবে প্রমানিত হয়েছে। তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই এ বিষয়ে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করে এবং সংগঠনের কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের নেতৃবৃন্দকে অবহিতকরণ সাপেক্ষে তাদেরকে সংগঠনের যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকে অব্যাহতি

আপডেট সময় ১২:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২

কুমিল্লা প্রতিনিধিঃ

মাদকদ্রব্যসহ পুলিশের হাতে গ্রেফতার হওয়া কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নের আওয়ামী সেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক মো. আরিফুল হাসান খান বাপ্পীর স্বাক্ষরে শুক্রবার (৪ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অব্যাহতি দেওয়া হয়। 

তারা হলেন- মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ওরফে সুমন, সংগঠনের উত্তর হাওলা ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হালিম ওরফে অভি, যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন ও সদস্য মো. শামীম। 

তাদের অব্যাহতির সংক্রান্ত প্রেসবিজ্ঞপ্তিটি আজ শনিবার (৫ মার্চ) সাংবাদিকদের পাঠানো হয়। 

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক মো. আরিফুল হাসান খান বাপ্পী জানান, গত বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে মাদক দ্রব্যাদি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর (জেলা ডিবি পুলিশ) হাতে ওই চারজন নেতাকর্মী গ্রেফতার হন। তাই সংগঠনের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে তাদেরকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন আহমেদ পাপ্পু বলেন, মাদকদ্রব্যসহ গ্রেফতার ওই চারজনের নৈতিকস্খলনের বিষয়টি প্রাথমিকভাবে প্রমানিত হয়েছে। তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই এ বিষয়ে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করে এবং সংগঠনের কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের নেতৃবৃন্দকে অবহিতকরণ সাপেক্ষে তাদেরকে সংগঠনের যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।