কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নগরীতে অজ্ঞাতনামা এক যুবক (২৬) খুন হয়েছে। শুক্রবার সকালে নগরীর দক্ষিণ চর্থা এলাকা থেকে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, সকালে দক্ষিণ চর্থা এলাকায় রাস্তার পাশে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন জানান, নিহতের মাথার পেছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া হাত-পায়ে থেঁতলানোর দাগ রয়েছে।
এদিকে মরদেহটি শনাক্ত করতে ঘটনাস্থলে গিয়ে আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে পিবিআই।