বিশেষ প্রতিনিধি, কুমিল্লাঃ
গতকাল বুধবার সন্ধ্যায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজারের সামনে মাইক্রোবাসের চাপায় ফারজানা আক্তার (১৯) নামে মেডিক্যাল কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। নিহত ফারজানা আক্তার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের উত্তর শাকতলি মধ্যমপাড়া মসজিদ বাড়ির মো. আবুল বাশারের মেয়ে। তিনি কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফারজানা সিএনজি চালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথে একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ফারজানা রাস্তায় পড়ে গেলে ওই মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান। মাইক্রোবাসটি আটক করা হয়েছে বলে জানান তিনি।