কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ১ হাজার বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা আটক করেছে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
মঙ্গলবার ভোরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্তবর্তী সালুকিয়া এলাকা থেকে এসব মাদকদ্রব্য আটক করা হয়।
১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে বিজিবি’র একটি দল জেলার চৌদ্দগ্রাম উপজেলার সালুকিয়া এলাকায় অভিযান চালায়। এসময় ১ হাজার বোতল ভারতীয় ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা আটক করা হয়। যার মূল্য ৪ লাখ ৩৫ হাজার টাকা। দুপুরে আটককৃত ফেনসিডিল ও গাঁজা কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা করা হয়েছে।