কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ লিটন (৩৪) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে র্যাবের একটি দল কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় এ অভিযান চালায়।
লিটন ভোলা জেলার দোলারহাট থানার নীল কমল গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে র্যাব জানিয়েছে।
কুমিল্লা নগরীর শাকতলাস্থ র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, অভিযানে একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এতে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোনসহ লিটনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে লিটন জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে শুক্রবার কোতয়ালী মডেল থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।’