বেলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ
৩১ জানুয়ারী ২০১৫ ইং (মুরাদনগর বার্তা যটকম):
সদর উপজেলার বারইপাড়া এলাকা থেকে ৬৯০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ (সিপিসি-২)।
গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম (৭০) সদর দক্ষিণ উপজেলার সামবল্লভপুর পূর্বপাড়া এলাকার মৃত হাজী আবদুল হাকিমের ছেলে।
এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শুক্রবার রাত ১০টায় র্যাবের এএসপি শাহ শিবলী সাদিকের নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বারইপাড়া এলাকা থেকে আমিনুল ইসলাম আটক করে।
র্যাব জানায়, এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।