বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে কুমিল্লায় ৩টি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭৬ জন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত সদস্য পদে ১০জন ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৬৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। কুমিল্লায় সংরক্ষিত সদস্য পদে ৫টি এবং সাধারণ ওয়ার্ডে ১৫টি সদস্য পদ রয়েছে। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মো. আবু তাহের এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন মনোনয়ন দাখিল করেন।