স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ৯ মামলার আসামি বিল্লাল হোসেনের (৩৩) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সুবর্ণপুরের উত্তরের গ্রাম বানিপুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার কালিকাপুর গ্রামের মৃত মমতাজ মিয়ার ছেলে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৯টি মামলা ছিল। এগুলোর মধ্যে কয়েকটি মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামি ছিলো।