স্টাফ রির্পোটারঃ
কাউন্সিলের ৯ মাস পর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ১৯ অক্টোবর বুধবার বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির অনুমোদন দেন।
শুক্রবার দুপুরে নতুন এ কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ তানভীর আহাম্মদ ফয়সাল কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্ণাঙ্গ এ কমিটির মধ্যে মুরাদনগর উপজেলার ১৪ জন স্থান পেয়েছেন। এতে মুরাদনগর উপজেলা আ’লীগ আনন্দিত।
এ কমিটিতে স্থান পাওয়া ব্যাক্তিরা হলেন, সহ-সভাপতি ম, রুহুল আমীন, মুক্তিযুদ্ধা হানিফ সরকার, হারুন আল রশিদ। সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার। আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ তানভীর আহাম্মদ ফয়সাল। মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক। সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মজনু। নির্বাহী সদস্য পদে হলেন ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি, সৈয়দ আহাম্মদ হোসেন আউয়াল, সেলিম সরকার, বিশ্বজিৎ সরকার, আবদুল মতিন মাষ্টার, ড. আহসানুল আলম সরকার কিশোর।