বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা জিলা স্কুলে তিন দিনব্যাপী বইমেলা গতকাল মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। ‘কৈশোর-তারুণ্যে বই’ শিরোনামে ওই মেলার বিভিন্ন স্টলে দেশের খ্যাতনামা দশ প্রকাশনীর বই শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ ক্রেতাসাধারণকে বেশ আকৃষ্ট করে। এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বইমেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল মজিদ, কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক, শিক্ষানুরাগী অধ্যাপক ফারুক আহম্মেদ, গোল্ড সিলভার হোম্স-এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ ফারুক আহমেদ ও জিলা স্কুলের সিনিয়র সহকারি প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান মজুমদার। অনুষ্ঠানে বক্তারা বলেন, বই শিক্ষার্থীর সৃজনশীলতা বিকাশে সহায়তা করে। আজকের প্রযুক্তির যুগে আকাশ সংস্কৃতির কবল থেকে আমাদের নতুন প্রজন্মকে সত্য-সুন্দর ও আলোর পথ দেখাতে বই পড়ায় উত্সাহিত করতে হবে।
উল্লেখ্য, বইমেলায় দেশের খ্যাতনামা সময় প্রকাশন, বেঙ্গল পাবলিকেশন, প্রথম আলো প্রকাশন, প্রান্তিক প্রকাশনী, জাগৃতি প্রকাশনী, কাকলী প্রকাশনী, অনুপম প্রকাশ ও অনন্যা প্রকাশনীসহ ১০টি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল রয়েছে।