কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা নগরীর প্রাচীনতম রাজগঞ্জ বাজারে আগুন লেগে ৪০টি দোকান পুড়ে গেছে। রবিবার ভোর রাতে এ আগুনের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
কুমিল্লা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আলমগীর হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুমিল্লা সদর, চান্দিনা, সদর দক্ষিণ ও ইপিজেড ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের কসমেটিক, মনোহারি ও ডিমসহ বিভিন্ন পণ্যের ৪০টিরও বেশি দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে পুড়ে দোকানের আসবাবপত্র ও মালামালসহ তাদের অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তারা জানান, গত দুইদিন ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রির টাকা দোকানের ক্যাশে রেখেছিলেন, তাও পুড়ে গেছে।
সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসকসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা। এ সময় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।