স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরারে বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়ম তান্ত্রিকভাবে শিক্ষকদের পদোন্নতি বঞ্চিত করার অভিযোগ তুলে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নীতিমালা অনুসরণ করে আপগ্রেডেশন বা পদোন্নতি দেয়ার দাবিও জানানো হয়। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় এ কর্মসূচি পালন করে তারা।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় এবং সভাপতি ড. মোঃ আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ শামিমুল ইসলাম, এন এম রবিউল আউয়াল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ মোকাদ্দেস-উল-ইসলাম, সদস্য ড. জি এম মনিরুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদের (একাংশ) সভাপতি মোহাম্মদ আইনুল হক প্রমুখ।
উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফের বিভিন্ন কাজের সমালোচনার পাশাপাশি বক্তারা আবগ্রেডেশন নীতিমালায় উপাচার্যের স্বেচ্ছাচারিতার বিরোধিতা করে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আবগ্রেডেশনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুসরণ না করেই উপাচার্য স্বেচ্ছাচারি হয়ে বিভিন্ন শিক্ষককে পদোন্নতি বঞ্চিত করেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতিমালা অনুসরণ করে শিক্ষকদের পদোন্নতি দেয়ার দাবি জানাই।