মোঃ তরিকুল ইসলাম তরুন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা মহানগরীর চর্থার বাসিন্দা মহানগর যুবদলের সাঃসম্পাদক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে ১১ সদস্যের
“”বিবেক””সংঘঠনের পর করোনায় আক্রান্তে মারা যাওয়া লাশ দাফনে এগিয়ে এলো যুবলীগ নেতা রোকন উদ্দীনের নেতৃত্বে ৯ সদস্যের দল।
কমিল্লা মহানগর যুবলীগের সদস্য, কুমিল্লা মহানগর ক্লাবের প্রধান উপদেষ্টা, রোকন উদ্দিন রোকন এর নেতৃত্বে – উরা “৯ জন” করোনা যুদ্ধা নামে নতুন দল আত্বপ্রাকাশ পায় নতুন একটি সংঘঠন।
পূর্বাঞ্চলে যেখানে করোনা ভাইরাসে মারা যাবে তাদের লাশ দাফন, কাফন, ও মাটি দেয়া পর্যন্ত সব কিছু করে যাবে এই সংঘঠন টি।জীবনের মায়া না করে তরুন নেতা রোকন উদ্দিন নিজ উদ্যাগ্যে ওরা ৯ জন করোনা যোদ্বা নামে সংঘঠন টি তাদের কার্যক্রম শুরুকরে। এ পর্যন্ত ২৬ নং ও ১৫ নং ওয়ার্ডে ২ জন লাশ দাফন সম্পূর্ন করেছে।
এ ব্যাপারে রোকন উদ্দিন জানান যে হারে মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তা দেখে আর মনটাকে স্থির রাখতে পারিনি।আপনজন দুরে সরে যায় কেউ কাছে আসে না। তাই চিন্তা করলাম মরতেতো হবে আজ না হয় কাল। জীবনের মায়া না করে সিন্ধান্ত নিলাম করোনা আক্রান্তে যারা মারা যাবে তাদের লাশ দাফন কাফনের দায়িত্ব নিয়ে সকল কার্যক্রম সম্পূর্ন করবো। মহান আল্লাহ্ যাতে আমাদেরকে হেফাজ রাখে। তিনি আরও বলেন আমার মোবাইল নাম্বার দিয়ে দিবেন যোগাযোগ করার জন্যে মোবাইল – ০১৮১৯৮৬৬১০১