মোঃ তরিকুল ইসলাম তরুন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিন নারীসহ ৭ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
সোমবার (২৯ জুন) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: মুজিবুর রহমান সাংবাদিকদের জানান, মেডিক্যালের ডেডিকেটেড কোভিড-১৯ করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩ জন নারী এবং ৪ জন পুরুষ। আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম সেলিমুল ইসলাম ভূঁইয়া। তিনি জেলার বরুড়া উপজেলার আবদুল মমিন ভূঁইয়ার ছেলে।
অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন জেলার চান্দিনা উপজেলার নুরুল ইসলামের স্ত্রী রাফেজা বেগম (৬৫), এই উপজেলার চেরাগ আলীর ছেলে আতিক রাজি (৬৭), বরুড়া উপজেলার মাহবুব উল্লাহর ছেলে তোফাজ্জল হোসেন (৫০), আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শামসুল হকের স্ত্রী বিলকিস বেগম (৪৫), একই উপজেলার দূর্গাপুর গ্রামের ফজলুর রহমানের স্ত্রী মমতাজ বেগম (৫৫) এবং উজিরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে আবু তাহের।