মোঃ তরিকুল ইসলাম তরুন, বিশষ প্রতিনিধিঃ
৩০ শে জুন মঙ্গলবার দুপুর ১২টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান স্বাক্ষরিত ফলাফল বোর্ডের ওয়েবসাইটে (web.comillaboard.gov.bd) প্রকাশ করা হয়। ফলাফলে নতুন করে ৪৪১জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, পরিবর্তিত ফলাফলে ফেল থেকে পাস করেছে ৬২জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৬১জন ও অন্যান্য স্তরে গ্রেড পরিবর্তন হয়েছে ৩১৮জনের। গত ১জুন থেকে ৭জুন পর্যন্ত অনলাইনে পূন:নিরীক্ষণের আবেদন নেয়া হয়। আবেদনকৃত মোট ১৭ হাজার ৬৭৭জন শিক্ষার্থীর ৩৯ হাজার ৩০৩টি উত্তরপত্র মহামারী করোনাকালেও বোর্ড কর্তৃপক্ষ প্রায় একশত দক্ষ ও অভিজ্ঞ পরীক্ষকের মাধ্যমে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক পুন:নিরীক্ষণ কার্যক্রম সম্পাদন করেন।
এরআগে গত ৩১ মে এসএসসি পরীক্ষা-২০২০ এর ফল প্রকাশ হয়েছিল। পুন:নিরীক্ষণের ফলসহ কুমিল্লা শিক্ষাবোর্ডে মোট পাস করেছে ১ লক্ষ ৩৫ হাজার ৬২২ জন এবং মোট জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩০৬ জন।
যউল্লেখ্য পুন:নিরীক্ষায় কোন শিক্ষার্থীর খাতা পুনরায় মূল্যায়ণ করা হয় না। উত্তরপত্র মূল্যায়নের সময় পরীক্ষক সকল প্রশ্নের উত্তরে নম্বর দিয়েছেন কিনা, প্রদত্ত নম্বর গণনা ঠিক আছে কিনা, প্রদত্ত নম্বর ও এমআর শিটে সঠিকভাবে উঠানো ও বৃত্ত ভরাট সঠিক আছে কিনা? এসব বিষয়গুলো যাচাই বাছাই করা হয়।এ ফলা ফলে ফেল কৃত শিক্ষার্থীরা পুনরায় কৃতকার্য হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সকর কর্মকর্তাকে অভিন্দন জানান।