কুমিল্লা প্রতিনিধি ঃ
কুমিল্লা সদর উপজেলায় বউ বাজার এলাকায় সেনা সদস্যদের অভিযানে সরকারি গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
শনিবার ভোরে এ ঘটনায় একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মো. সোহেল কুমিল্লা সদরের ডুমুরিয়া চানপুর এলাকার আব্দুস সামাের ছেলে । তাকে শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে আধা কেজি গাঁজা (আটককৃত সোহেলের শ্বশুরবাড়ি থেকে), ৩ রাউন্ড ৭.৬২ মিমি বল অ্যামুনিশন ।
এগুলো কুমিল্লা সদর এলাকায় একটি পরিত্যক্ত পানির পাম্পের পাশ থেকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, এই পাম্প সোহেল এর শ্বশুরবাড়ি এর পাশে খোলা জায়গায় অবস্থিত। সুত্রমতে, এই পাম্পের মালিক সিরাজ, যে অন্য জায়গায় থাকে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, সরকারি এই গোলাবারুদ কিছু অসাধু চক্র বিক্রির চেষ্টা চালাচ্ছে। এর আগে দেবিদ্বার এলাকা থেকেও একই লটের গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইলিয়টগঞ্জ থানা থেকে এই লটের গোলাবারুদ নিখোঁজ হয়েছে।
আটক সোহেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে উদ্ধারকৃত গোলাবারুদ কাগজপত্র ও সঠিক অস্ত্রশস্ত্রের বিবরণসহ কোতয়ালি মোডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সেনাবাহিনী সূত্র জানায়