জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের টানা মেয়াদে দায়ের হওয়া বিভিন্ন মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হেফাজত ইসলামের নেতাকর্মীরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলীতে প্রায় ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরে দুপুর ১টার দিকে প্রশাসনের আশ্বাসে আন্দোলনরতরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও আন্দোলনকারীরা জানান, আজ সকাল ১০টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলি এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতৃত্বাধীন আলেম-ওলামারা। এতে মহাসড়কের দুপাশে অন্তত কয়েক কিলোমিটার অংশে যানজট সৃষ্টি হয়।
অবরোধ চলাকালে বক্তরা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের টানা মেয়াদে ২০১৬, ২০২০ ও ২০২১ সালে হেফাজতের আলেম-ওলামাসহ বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ইতোমধ্যে জুলাই-আগস্ট আন্দোলনের পর বিভিন্ন দলের নেতাকর্মীরা মুক্তি পেলেও আলেম ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করে নি। যতক্ষণ পর্যন্ত প্রশাসন থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলবে।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজত ইসমলামের দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি আমজাদ হোসেন আশরাফি, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসুদুর রহমান খান, আইন বিষয়ক সম্পাদক মুফতি ইসহাক আল হোসাইনিসহ হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, প্রশাসনের হস্তক্ষেপে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। রোববার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার আশ্বাস দেন।