মুরাদনগর বার্তা ডেস্কঃ
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক ছাত্রনেতা মাওলানা আহমদ আবদুল কাইয়ূমকে চূড়ান্ত হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি।
ইতোমধ্যে দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম স্থানীয় এক বিশাল সম্মেলনে তাকে প্রার্থী হিসেবে জনতার সামনে পরিচয় করিয়ে দেন।
ইসলামপ্রিয় জনতার কাছে তিনি পরিচিত মুখ। এলাকায় ক্লিন ইমেজের অধিকারী সাবেক এ ছাত্রনেতা। দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচনী এলাকায় ব্যাপক কার্যক্রম পরিচালনা করছেন। আসনের ২২টি ইউনিয়নে পৃথক পৃথক নির্বাচনী গণসংযোগ করছেন এবং নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন কর্মসুচি হাতে নিয়েছেন। এ ছাড়া স্থানীয় উন্নয়নমুলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করছেন। রাস্তাঘাট নির্মাণ, মাদকের বিরুদ্ধে এবং সমাজবিরোধী কার্যক্রমের সোচ্চার ভুমিকা পালন করছেন তিনি।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, এলাকাবাসী গতানুগতিক রাজনীতির ধারার বাইরে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠন এবং ইনসাফপূর্ণ সহাবস্থান চায়। আর এগুলো বন্ধে ইসলামের বিকল্প নেই। তিনি বলেন, দুর্নীতিবাজ, চরিত্রহীন লুটেরা নেতানেত্রীদের আনুগত্য পরিহার করে সকলকে ইসলামের ছায়াতলে ফিরে আসার আহ্বান জানান।