মুরাদনগর বার্তা অনলাইন ডেস্কঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) কুমিল্লার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাইয়ে অসম্পূর্ণ হলফনামা এবং হলফনামায় সব তথ্য না দেওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।
জানা গেছে, হলফনামায় নাগরিক তথ্যের ঘর পূরণ না করা এবং প্রার্থী দ্বৈত নাগরিক কিনা- সেটি স্পষ্ট না করায় তার মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, প্রার্থীর হলফনামা নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ অংশ। হলফনামায় কোনো তথ্য গোপন করা যাবে না। সব তথ্যই দিতে হবে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীর নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ রয়েছে।
এ বিষয়ে জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল বলেন, আমার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে। এটা ষড়যন্ত্রের অংশ কিনা- বুঝতে পারছি না। আমি জানামতে সব কিছু ঠিকঠাকভাবেই দিয়েছি। ক্ষুদ্র ত্রুটি থাকতে পারে। আমি এ বিষয়ে আপিল করব।
মুরাদনগর বার্তা ডেস্ক : 










